Ajker Patrika

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৩: ৫০
কক্সবাজারে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩ 

কক্সবাজারের রামুতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ ঘটনা ঘটে বলে রামুর তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন জানান।

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে। তাঁর নাম বদিউল আলম (৪০)। তিনি উখিয়ার রুমখা মনির মার্কেট এলাকার বাসিন্দা।

ওসি মিজবাহ আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার কোটবাজার স্টেশন থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজারে যাচ্ছিল। পথে রামুর খুনিয়াপালং এলাকায় বিপরীত দিক থেকে আসা টেকনাফমুখী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। 

কক্সবাজার-টেকনাফ সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, ‘এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিও উল্টে যায়। এ সময় অটোরিকশাচালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মিজবাহ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত