সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চলতি মাসের ২৪ জুলাই বিয়ে দুবাই প্রবাসী জুয়েল মাহমুদের (৩৫)। নিজের বিয়ের দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে বের হন। ফেরার সময় সড়কে লরি চাপায় প্রাণ হারান এ প্রবাসী।
ঘটনাটি ঘটে আজ বুধবার সীতাকুণ্ড উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায়।
জুয়েল ওই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির নিচে চাপা পড়েন জুয়েল। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুয়েলের বাবা শাহজাহান জানান, তার একমাত্র ছেলে জুয়েল চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। গত ৫ জুলাই বিয়ের জন্য দেশে আসেন। চট্টগ্রাম মহানগরীর একটি মেয়ের সঙ্গে পারিবারিকভাবে তার আক্দ সম্পূর্ণ হয়েছে।
২৪ জুলাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বিয়ের দাওয়াত দিতে সকালে ঘর থেকে বের হয় জুয়েল। আশা ছিল, ধুমধাম করে একমাত্র ছেলের বিয়ে দেবেন। কিন্তু মুহূর্তে সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেকে ছাড়া কীভাবে বাঁচবেন, তা বলতেই অঝোরে কেঁদে ওঠেন এ বাবা।
চলতি মাসের ২৪ জুলাই বিয়ে দুবাই প্রবাসী জুয়েল মাহমুদের (৩৫)। নিজের বিয়ের দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে বের হন। ফেরার সময় সড়কে লরি চাপায় প্রাণ হারান এ প্রবাসী।
ঘটনাটি ঘটে আজ বুধবার সীতাকুণ্ড উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায়।
জুয়েল ওই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির নিচে চাপা পড়েন জুয়েল। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুয়েলের বাবা শাহজাহান জানান, তার একমাত্র ছেলে জুয়েল চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। গত ৫ জুলাই বিয়ের জন্য দেশে আসেন। চট্টগ্রাম মহানগরীর একটি মেয়ের সঙ্গে পারিবারিকভাবে তার আক্দ সম্পূর্ণ হয়েছে।
২৪ জুলাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বিয়ের দাওয়াত দিতে সকালে ঘর থেকে বের হয় জুয়েল। আশা ছিল, ধুমধাম করে একমাত্র ছেলের বিয়ে দেবেন। কিন্তু মুহূর্তে সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেকে ছাড়া কীভাবে বাঁচবেন, তা বলতেই অঝোরে কেঁদে ওঠেন এ বাবা।
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
১০ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
১৬ মিনিট আগেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভা
৩২ মিনিট আগেফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর প্রধান পিলারের পাশে ভারতীয় বসকোটাল এলাকার নো ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়।
১ ঘণ্টা আগে