নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক যুগ আগে চট্টগ্রাম মহানগরীতে সহকর্মীকে হত্যার দায়ে মো. কাউসার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
আজ সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এ বি সিদ্দিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫ অক্টোবর মহানগরীর বন্দরটিলা এলাকায় সিগারেট কোম্পানির কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠে শিক্ষানবিশ কর্মকর্তা মো. কাউসারের (৪২) বিরুদ্ধে।
ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে কাউসারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বছর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।
কানু রাম আরও বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেছে।
এক যুগ আগে চট্টগ্রাম মহানগরীতে সহকর্মীকে হত্যার দায়ে মো. কাউসার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
আজ সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এ বি সিদ্দিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫ অক্টোবর মহানগরীর বন্দরটিলা এলাকায় সিগারেট কোম্পানির কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠে শিক্ষানবিশ কর্মকর্তা মো. কাউসারের (৪২) বিরুদ্ধে।
ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে কাউসারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বছর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।
কানু রাম আরও বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেছে।
স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
২১ মিনিট আগেজাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল
৪৪ মিনিট আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কটি উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যা
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
২ ঘণ্টা আগে