Ajker Patrika

পার্বত্য অঞ্চলে দুর্গতদের মাঝে মন্ত্রীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২০: ০৫
পার্বত্য অঞ্চলে দুর্গতদের মাঝে মন্ত্রীর ত্রাণ বিতরণ

পার্বত্য অঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আজ শনিবার বান্দরবান সদর বাসস্টেশন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। 

মন্ত্রী বলেন, বন্যায় যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা মেরামতসহ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ গৃহহারা বা অন্য কোনো অসুবিধার মধ্যে থাকবে না। অসচ্ছল দুর্গত মানুষদের যথাযথভাবে পুনর্বাসনে সহযোগিতা করা হবে। 

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, পৌর ও অন্য সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি অনুদান বিতরণ করছে। পাশাপাশি সমাজের অবস্থাসম্পন্ন মানুষ যার যার সাধ্যমতে বন্যাদুর্গতদের জন্য সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। 

বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এ সময় ৫০০ শ্রমিককে ৫ কেজি করে চাল দেওয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মো. মুছা, মুদি ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত