Ajker Patrika

হাটহাজারীতে ইউপি উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২৩: ০৭
হাটহাজারীতে ইউপি উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ 

চট্টগ্রামের হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার ইউপির ১৬ নম্বর খন্দকিয়ার ইউনুচনগর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

এর আগে সকালে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টার দিকে একটি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থী নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনীগন্ধা) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ যাওয়ার পর তারা সটকে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’ 

হাটহাজারীতে ইউপি উপনির্বাচনে পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: আজকের পত্রিকা উপনির্বাচনে ৩৯ হাজার ৮৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোটকেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করছেন। সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভোট গ্রহণের জন্য এক প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন। 

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বহিষ্কৃত দুই প্রার্থীসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত