Ajker Patrika

নাইক্ষ‍্যংছড়িতে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ‍্যংছড়িতে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

বান্দরবানে অস্ত্র মামলায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া এ রায় দেন। 

আসামিরা হলেন-কক্সবাজার সদর এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজ এলাকা থেকে অস্ত্র–গুলিসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি এলজি রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার তৎকালীন এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক সাক্ষী প্রমাণের ভিত্তিতে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করীম বলেন, ‘অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল-১। আসামিরা আদালতে যুক্তিতর্কের দিন হাজির ছিলেন। রায় ঘোষণার দিন ছিল না। পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত