Ajker Patrika

পটিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, তরুণীর অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, তরুণীর অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণের পর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শাহাদাত (২৫) কে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৭। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাদাত উপজেলার কচুয়াই ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

জানা যায়, গত ১০ জুলাই উপজেলার গোয়াতলি গ্রামে কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন এক তরুণীকে (২১) দিনব্যাপী ধর্ষণ করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণীকে হত্যার জন্য ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার কয়েকজন লোক একটি ঝোপঝাড়ের মধ্যে ওই তরুণীর নাড়িভুঁড়ি বের করা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরদিনই ওই তরুণীর ভাই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

অপরদিকে, ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

র‍্যাব-৭ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঘটনার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন উপজেলার মনসা বাদামতল এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় যায় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‍্যাব।  

র‍্যাব-৭ আরও জানান, গ্রেপ্তারকৃত শাহাদাতকে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত