Ajker Patrika

কুসিক নির্বাচন: প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬ জন, বাতিল ৩ 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৪: ২২
কুসিক নির্বাচন: প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬ জন, বাতিল ৩ 

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের আদেশের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছয়জন। নামঞ্জুর হয়েছে তিনজনের আপিল আবেদন। আজ মঙ্গলবার কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সংরক্ষিত সদস্য পদে একজন ও সাধারণ সদস্য পদে নয়জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়ে যায়। এসব প্রার্থীর মধ্যে নয়জন তাঁদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন করেন। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এর শুনানি হয়।

এ সময় ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের মো. জুয়েল এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদের আপিল নামঞ্জুর করা হয়। আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ রুমন, ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের জামাল হোসেন কাজল, মো. মিন্টু এবং ৭ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর মো. ফারজানা আক্তার।

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

১৯ মে যাচাই-বাছাইয়ে মেয়র প্রার্থী ছয়জনেরই মনোনয়ন বৈধ হয়। সাধারণ সদস্য পদে নয়জন ও সংরক্ষিত আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে আবেদন করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছয়জন।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত