কক্সবাজার প্রতিনিধি
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকা থেকে নারী, শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পরিদর্শক মশিউর রহমান বলেন, গতকাল রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূলের পাহাড়ে বেশ কিছু মানুষ জড়ো হওয়ার খবর পায় পুলিশ। পুলিশের একটি দল সেখানে পৌঁছালে চার-পাঁচজন লোক কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গারের উদ্ধৃতি দিয়ে মশিউর রহমান বলেন, সেখান থেকে পালিয়ে যাওয়া লোকজন তাঁদের সাগরপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় তাঁদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকা থেকে নারী, শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পরিদর্শক মশিউর রহমান বলেন, গতকাল রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূলের পাহাড়ে বেশ কিছু মানুষ জড়ো হওয়ার খবর পায় পুলিশ। পুলিশের একটি দল সেখানে পৌঁছালে চার-পাঁচজন লোক কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গারের উদ্ধৃতি দিয়ে মশিউর রহমান বলেন, সেখান থেকে পালিয়ে যাওয়া লোকজন তাঁদের সাগরপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় তাঁদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
১২ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ইব্রাহিম ও নাদিম নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেরাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে গুলশান থানায় এই মামলা দায়ের করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা...
১৮ মিনিট আগে