Ajker Patrika

গভীর রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গভীর রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান 

পটিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাতে নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এর আগে গত শনিবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমপক্ষে শতাধিক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। এরপর থেকে অনেক নেতা-কর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। 

এ বিষয়ে পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম বলেন, ‘সরকার পুলিশ দিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের মনোবল নষ্ট করার খেলায় মেতেছেন। আজ বিক্ষোভ সমাবেশে যাতে আমাদের নেতা-কর্মীরা আসতে না পারেন সে জন্য পুলিশের এ অভিযান। কিন্তু বাধা-বিপত্তি উপেক্ষা করে আজ সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা সরকারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবেন।’ 

সদস্যসচিব আরও বলেন, ‘গত কয়েক দিন ধরে গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ।’

জেলা বিএনপির নেতা রেজাউল করিম নেছার জানান, রাতে পুলিশ তাঁর বাসায় তল্লাশি চালায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় বাসায় ছিলেন না তিনি। একই সময়ে যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের বাসায়ও পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানান বিএনপির এই নেতা। 

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাঁদের বাড়িতে পুলিশ অভিযানে যেতেই পারে। আর মামলায় যদি বিএনপির নেতা-কর্মী আসামি হয়ে থাকেন তাহলে তো আমাদের করার কিছুই নেই। বিএনপি নেতা-কর্মীরা এটাকে তাঁদের সমাবেশ উপলক্ষে তল্লাশি চালানো হচ্ছে বলে জানাচ্ছেন। যা সম্পূর্ণ অবান্তর কথাবার্তা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত