নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
২ ঘণ্টা আগে