নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
আদিতমারী সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ মিনিট আগেএসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হারে সেরা হয়েছে বগুড়া জেলা। শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ শিক্ষার্থী।
৬ মিনিট আগেবিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক ডা. মো. ইকবাল কবীর এবং এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি
৯ মিনিট আগেএবারও পার্বত্য অঞ্চলে এসএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। আজ বৃহস্পতিবার ফল প্রকাশের পর বিশ্লেষণ করে দেখা যায়, পার্বত্য অঞ্চলে এই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছে।
২১ মিনিট আগে