Ajker Patrika

কুমিল্লায় ডিবির অভিযানে চার অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।

আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়। 

তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত