কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
চট্টগ্রামে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগের কর্মীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
১৫ মিনিট আগেহাতিরঝিল প্রকল্প ও পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে করা মানববন্ধনে আন্দোলনকর্মী ও এক্সপ্রেসওয়ের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। আজ রোববার কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে
২১ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেমহাখালীর এক বাসায় হাত-পা বেঁধে ধর্ষণ করে হত্যা করা হয় রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে। তারপর লাশ বস্তাবন্দী করে রিকশাযোগে রাতে হাতিরঝিলে ফেলা হয়। আজ রোববার রবিন ও রাব্বি মৃধা নামের দুই যুবক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এসব কথ
৪০ মিনিট আগে