Ajker Patrika

চায়ে রং মিশিয়ে বিক্রি, জরিমানা ও লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চায়ে রং মিশিয়ে বিক্রি, জরিমানা ও লাইসেন্স বাতিল

চট্টগ্রামের পাহাড়তলীতে ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার অভিযানটি পরিচালনা করেন বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন। এ সময় প্রতিষ্ঠানটিতে চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। 

জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিক ইউনুস মিয়া বলেন, ‘ফেসবুকে বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ওই কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে পাঁচ কেজি চায়ের সঙ্গে মিশ্রিত করার পর সেই পাঁচ কেজি চা ৫০ কেজি চায়ের সঙ্গে ব্লেন্ডিং করা হয়।’ এরপর ফ্যানের মাধ্যমে শুকিয়ে প্যাকেটজাত করেন বলে জানান তিনি। ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন তিনি। তবে তার প্যাকেট করার লাইসেন্স নেই। 

দোষ স্বীকার করে ইউনুস মিয়া বলেন, তিনি ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন। এ সময়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় চা পাতা। একই সঙ্গে তার লাইসেন্সও বাতিল করা হবে, যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে। 

এ সময় চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন–চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবীব ও পাহাড়তলী থানার–পুলিশ সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত