Ajker Patrika

দেবিদ্বারে ব্যাগে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
দেবিদ্বারে ব্যাগে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাত দিন পর একটি খাল থেকে ফাহিমা আক্তার নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর এলাকার একটি খালের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ফাহিমা আক্তার (৫) দেবিদ্বার পৌরসভার চাপানগর এলাকার মো. আমির হোসেনের মেয়ে। 

স্থানীয়রা জানায়, সকালে বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি ব্যাগের খোলামুখে একটা পা বের হয়ে থাকতে দেখে। এরপর বাজারে গিয়ে কয়েকজনকে সে জানায়। পরে বাজারের কিছু লোকজন এসে খালের ব্রিজের নিচে ব্যাগের ভেতর পা দেখে শিশুর মরদেহ বলে নিশ্চিত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পরে ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম ও বাবা মো. আমির হোসেন ঘটনাস্থলে এসে ফাহিমার মরদেহ শনাক্ত করেন। 

ফাহিমার বাবা মো. আমির হোসেন বলেন, ‘আমার পরিবারের সঙ্গে কারও কোন শত্রুতা নেই। গত ৭ তারিখ আমার মেয়ে বাড়ি থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাহিমার নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। এরপরও ফাহিমার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করি।’ 

দাদা মো. জহিরুল ইসলাম বলেন, ‘ব্যাগে পাওয়া অর্ধগলিত মরদেহটি আমার নাতনি ফাহিমার। তাকে কে বা কারা মেরে এখানে ফেলে গেছে আমরা জানি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য বের করার দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘শিশু ফাহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই কর্মকর্তারা এসেছে। বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত