Ajker Patrika

পাহাড় ধসে চকরিয়ায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২২: ৫০
Thumbnail image

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজপাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ সাবিদ ও এক বছর বয়সী মেয়ে তাবাসছুম। 

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসে বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বরইতলী সবুজপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে নাজিম উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন। সোমবার বিকেলে টিনশেড বাড়ির শোয়ার ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দুই শিশু সাবিদ ও তাবাসছুমের মৃত্যু হয়। 

 এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত