নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়েতে বাধা ও দেনমোহরের জন্য স্ত্রীকে তালাক দিতে না পারায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মো. এনাম (৩০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন তথ্য জানিয়েছেন মো. এনাম।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। এর আগে, গতকাল সোমবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামের বাড়ি রাউজান উপজেলায়।
গত ১ অক্টোবর উপজেলার পূর্বটিলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুরজাহান মনি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওই গৃহবধূর স্বামীকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এনাম।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, চারবছর আগে এনামের সঙ্গে নূরজাহান মনির (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। পরে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর নুর জাহান অসুস্থ হওয়ায় তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে এনাম দ্বিতীয় বিয়ে করার কথা বলেন স্ত্রীকে। তাতে স্ত্রী রাজি ছিল না। বিষয়টি নিয়ে এনাম তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন।
দুই বছর আগে এনাম ওমানে চলে যায়। এ সময় বিদেশে থাকাকালে স্বামী ভরণপোষণ না দেওয়ায় স্ত্রী নুরজাহান তাঁর বাপের বাড়িতে চলে যান। গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে ফেরেন। পরে নুরজাহান তিন বছরের মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় নুরজাহানের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন স্বামী। গত ১ অক্টোবর ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক থাকেন এনাম।
র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রাজি ছিল না। দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাকও দিতে পারেননি। ওমানে থাকাবস্থায় এনাম বিভিন্ন মেয়েদের সঙ্গে নিয়ে স্ত্রীকে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলতেন, যাতে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিয়ের জন্য বাধা এবং পথের কাঁটা মনে করায় পরে স্ত্রী নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।
চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়েতে বাধা ও দেনমোহরের জন্য স্ত্রীকে তালাক দিতে না পারায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মো. এনাম (৩০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন তথ্য জানিয়েছেন মো. এনাম।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। এর আগে, গতকাল সোমবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামের বাড়ি রাউজান উপজেলায়।
গত ১ অক্টোবর উপজেলার পূর্বটিলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুরজাহান মনি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওই গৃহবধূর স্বামীকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এনাম।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, চারবছর আগে এনামের সঙ্গে নূরজাহান মনির (২১) মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। পরে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর নুর জাহান অসুস্থ হওয়ায় তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে এনাম দ্বিতীয় বিয়ে করার কথা বলেন স্ত্রীকে। তাতে স্ত্রী রাজি ছিল না। বিষয়টি নিয়ে এনাম তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন।
দুই বছর আগে এনাম ওমানে চলে যায়। এ সময় বিদেশে থাকাকালে স্বামী ভরণপোষণ না দেওয়ায় স্ত্রী নুরজাহান তাঁর বাপের বাড়িতে চলে যান। গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে ফেরেন। পরে নুরজাহান তিন বছরের মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় নুরজাহানের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন স্বামী। গত ১ অক্টোবর ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পলাতক থাকেন এনাম।
র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী রাজি ছিল না। দেনমোহরের টাকার পরিমাণ বেশি হওয়ায় স্ত্রীকে তালাকও দিতে পারেননি। ওমানে থাকাবস্থায় এনাম বিভিন্ন মেয়েদের সঙ্গে নিয়ে স্ত্রীকে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলতেন, যাতে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিয়ের জন্য বাধা এবং পথের কাঁটা মনে করায় পরে স্ত্রী নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
২ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
৩ ঘণ্টা আগে