মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর
বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় শীত মৌসুমের শুরুতেও লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছে চাঁদপুরবাসী। অথচ সংকট সমাধানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। নিয়মিত মেরামতের জন্য বন্ধ হলেও প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে চলতি বছরের শেষে কেন্দ্রটি চালু হওয়ার সম্ভাবনার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিটের যন্ত্রগুলো ঢেকে রাখা হয়েছে। দীর্ঘ দিন বন্ধ থাকায় এসব যন্ত্রাংশ অনেকটাই অবহেলায় পড়ে আছে। এভাবে পড়ে থাকায় যন্ত্রাংশগুলো অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান প্রকৌশলীরা।
শহরের গুনরাজদির বাসিন্দা মোস্তফা কামাল ও খান সড়কের বাসিন্দা সালাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে শীতের আগে থেকেই লোডশেডিং কমেছে এবং শীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। তবে এ বছর শীতের আগ থেকেই দিন ও রাতে লোডশেডিং অব্যাহত। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শহরের উৎপাদনমুখী কারখানা ও গ্রামের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা বেশি।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্যাস টারবাইন ইউনিটটি। তবে গ্যাসের অভাবে শতভাগ উৎপাদনে যেতে পারছে না ইউনিটটি। আর দুই বছরেও মেরামত সম্পন্ন না হওয়ায় বন্ধ রয়েছে ৫০ মেগাওয়াটের স্টিম টারবাইন ইউনিট।
সেখানে কর্মরত কর্মকর্তারা বলেন, গ্যাস টারবাইনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয়, সেই একই ব্যয়ে স্টিম টারবাইন ইউনিটে বাড়তি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। বর্তমানে গ্যাস টারবাইনের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ফুয়েল খরচ প্রায় ৪.২৫ পয়সা। দীর্ঘসময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ নিয়ে উদ্বেগ বাড়ছে, তবে চলতি বছরের শেষ দিকে স্টিম টারবাইন ইউনিটটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটের যন্ত্রাংশ কেনা ও মেরামতের কাজে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ২১ হাজার ডলার। এ ছাড়া স্টিম টারবাইনের জন্য ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মুহূর্তে কেন্দ্রের একটি টারবাইন ইউনিট কার্যকর আছে। স্টিম টারবাইন ওভার রোলিং এখন বন্ধ। এটির জন্য চায়নার একটি বিশেষজ্ঞ কোম্পানির সঙ্গে আমরা চুক্তিবদ্ধ আছি। তারা এসে এটি মেরামতের জন্য শিগগিরই কাজ শুরু করবে।’
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের গুনরাজদি পাওয়ার হাউস এলাকায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদ্যুৎকেন্দ্রটি।
বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় শীত মৌসুমের শুরুতেও লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছে চাঁদপুরবাসী। অথচ সংকট সমাধানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। নিয়মিত মেরামতের জন্য বন্ধ হলেও প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে চলতি বছরের শেষে কেন্দ্রটি চালু হওয়ার সম্ভাবনার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিটের যন্ত্রগুলো ঢেকে রাখা হয়েছে। দীর্ঘ দিন বন্ধ থাকায় এসব যন্ত্রাংশ অনেকটাই অবহেলায় পড়ে আছে। এভাবে পড়ে থাকায় যন্ত্রাংশগুলো অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান প্রকৌশলীরা।
শহরের গুনরাজদির বাসিন্দা মোস্তফা কামাল ও খান সড়কের বাসিন্দা সালাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে শীতের আগে থেকেই লোডশেডিং কমেছে এবং শীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। তবে এ বছর শীতের আগ থেকেই দিন ও রাতে লোডশেডিং অব্যাহত। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শহরের উৎপাদনমুখী কারখানা ও গ্রামের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা বেশি।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্যাস টারবাইন ইউনিটটি। তবে গ্যাসের অভাবে শতভাগ উৎপাদনে যেতে পারছে না ইউনিটটি। আর দুই বছরেও মেরামত সম্পন্ন না হওয়ায় বন্ধ রয়েছে ৫০ মেগাওয়াটের স্টিম টারবাইন ইউনিট।
সেখানে কর্মরত কর্মকর্তারা বলেন, গ্যাস টারবাইনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয়, সেই একই ব্যয়ে স্টিম টারবাইন ইউনিটে বাড়তি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। বর্তমানে গ্যাস টারবাইনের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ফুয়েল খরচ প্রায় ৪.২৫ পয়সা। দীর্ঘসময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ নিয়ে উদ্বেগ বাড়ছে, তবে চলতি বছরের শেষ দিকে স্টিম টারবাইন ইউনিটটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটের যন্ত্রাংশ কেনা ও মেরামতের কাজে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ২১ হাজার ডলার। এ ছাড়া স্টিম টারবাইনের জন্য ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মুহূর্তে কেন্দ্রের একটি টারবাইন ইউনিট কার্যকর আছে। স্টিম টারবাইন ওভার রোলিং এখন বন্ধ। এটির জন্য চায়নার একটি বিশেষজ্ঞ কোম্পানির সঙ্গে আমরা চুক্তিবদ্ধ আছি। তারা এসে এটি মেরামতের জন্য শিগগিরই কাজ শুরু করবে।’
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের গুনরাজদি পাওয়ার হাউস এলাকায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদ্যুৎকেন্দ্রটি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া
৩ মিনিট আগেকমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ) থেকে রামলাল রবিদাস (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানের ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেসোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
১৮ মিনিট আগে২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু
২১ মিনিট আগে