ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে মুক্তিপণের টাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শিশুটির পরিবারের দাবি, তিন লাখ টাকা দেওয়ার পর গত শুক্রবার রাতে বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে...
৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আজ সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের...
৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠুন আচার্য্য অনুজ। এক সময়ের অভাবী পরিবার থেকে উঠে আসা এই যুবক বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বলে অভিযোগ উঠেছে। দৃশ্যমান কোনো ব্যবসা বা আয়ের উৎস ছাড়াই সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে...
৪২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নতুন সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ২৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। সদস্য ও প্রার্থিতার বয় নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯ তম সিন্ডিকেট সভায় নতুন এ গঠনতন্ত্রের অনুমোদন দেওয়া
১ ঘণ্টা আগে