ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৯ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৬ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে