Ajker Patrika

লোহাগাড়ায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের মসজিদের মোড়া বার আউলিয়া মাজারের পার্শ্ববর্তী এলাকা থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

আজ রোববার সকালে চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সাপটি উদ্ধার করে।

এ ব্যাপারে বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, এলাকাবাসী অজগর সাপটি মসজিদের মোড়া বার আউলিয়া মাজারের পার্শ্ববর্তী এলাকায় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটি উদ্ধার করি। পর্যবেক্ষণের পর চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ৯ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত