কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
বাংলাদেশে পাচারের সময় বিজিবি সদস্যদের সামনে পড়ে যাওয়ায়, প্রায় সোয়া চার কেজি আইস ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেসব মাদক উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
আজ সোমবার কক্সবাজার রিজিয়নের নাইট্যংপাড়া বরফকল এলাকা থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবি অধিনায়ক মহিউদ্দীন বলেন, ‘গোপন সূত্রে তারা জানতে পারেন সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালা বাংলাদেশে পাচার হতে পারে। পরে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে দুটি টহলদল ওই এলাকায় গিয়ে কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। ভোরে দুজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে থাকে। ওই ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাঁদের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দেয় তারা এবং অন্ধকারের সুযোগে কেওড়া বাগানের ভেতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতর থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান চালানো হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।’
উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বাংলাদেশে পাচারের সময় বিজিবি সদস্যদের সামনে পড়ে যাওয়ায়, প্রায় সোয়া চার কেজি আইস ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেসব মাদক উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
আজ সোমবার কক্সবাজার রিজিয়নের নাইট্যংপাড়া বরফকল এলাকা থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবি অধিনায়ক মহিউদ্দীন বলেন, ‘গোপন সূত্রে তারা জানতে পারেন সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালা বাংলাদেশে পাচার হতে পারে। পরে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে দুটি টহলদল ওই এলাকায় গিয়ে কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। ভোরে দুজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে থাকে। ওই ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাঁদের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দেয় তারা এবং অন্ধকারের সুযোগে কেওড়া বাগানের ভেতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতর থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান চালানো হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।’
উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৩ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৭ ঘণ্টা আগে