Ajker Patrika

অবৈধভাবে বালু উত্তোলন করা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে জমি থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মারুকা ইউনিয়নের ওঝারখলা গ্রামের মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁর পাঁচ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই অভিযান পরিচালনা করেন।  

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার মারুকা ইউনিয়নের ওঝারখলা গ্রামের মো. আলমগীর হোসেন লোক দিয়ে চক্রতলা গ্রামে নিজের কৃষিজমি পুকুর তৈরি করেছেন। সেখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সুন্দলপুর ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা আবদুল গফুর, মারুকা ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা নাজমুল হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত