Ajker Patrika

স্বামী-স্ত্রী পরিচয়ে যুবকের সঙ্গে হোটেলে ওঠার পরদিন নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্বামী-স্ত্রী পরিচয়ে যুবকের সঙ্গে হোটেলে ওঠার পরদিন নারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে লিপি আক্তার (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। গতকাল রোববার নগরের বহদ্দারহাট এলাকার হোটেল গুলজারে এই ঘটনা ঘটে। 

নারীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। 

আবাসিক হোটেল সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় নিহত নারী নিজেকে লিপি পরিচয়ে ফরহাদ (২৫) নামের এক যুবকের সঙ্গে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তদারকি করতে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা দেখে চান্দগাঁও থানা-পুলিশকে এ বিষয় জানায়। 

এসআই মোমিনুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

মোমিনুল হাসান আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ওই নারীর সঙ্গে হোটেলটিতে ওঠা ফরহাদ নামের এক যুবককে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। 

হোটেলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত ৩টায় ফরহাদ হোটেলের ভাড়া নেওয়া হোটেল কক্ষের বাইরে পায়চারি করছিলেন। পরে হোটেলের ছাঁদে উঠে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পুলিশের একটি সূত্র জানায়, নিহত নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তাঁর এক মেয়ে সন্তান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত