Ajker Patrika

উখিয়ায় গুলিবিদ্ধের ঘটনায় ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
উখিয়ায় গুলিবিদ্ধের ঘটনায় ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন। আজ শনিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাইমুল হক। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ক্যাম্পের ডি/ ৮ ব্লকের নুরুল আলমের ছেলে ফরিদ আলম (৩৪), এফ/ ১১ ব্লকের আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান (২২) ও এফ/ ১৪ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)। 

অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত তিনজনই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রুজু হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার সকালে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হেড মাঝি মোহাম্মদ হোসেনসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত