Ajker Patrika

রেলওয়ে স্টেশনে অভিযানে আরএনবি, কালোবাজারি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রেলওয়ে স্টেশনে অভিযানে আরএনবি, কালোবাজারি আটক

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেলের নিরাপত্তাবাহিনী (আরএনবি)। এই সময় প্রকাশ্যে যাত্রীর কাছে টিকিট বিক্রি করার সময় মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক কালোবাজারি চক্রের সদস্যকে আটক করেছে আরএনবি। 

আজ বুধবার রাত ১০টার দিকে স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এইসময় তাঁর কাছ থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ৮টি আসনের টিকিট জব্দ করা হয়। যেগুলো আগামীকালের (বৃহস্পতিবার) টিকিট। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অফিসার ইনচার্জ সালামত উল্লাহ ও সাব ইন্সপেক্টর আবু সুফিয়ানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

আটক রফিকুল ইসলাম চাঁদপুরের বাবুরহাট এলাকায় আহাম্মদ খানের ছেলে। তিনি খুলশী পাহাড়তলীর টিপিপি কলোনিতে থাকতেন। দীর্ঘদিন ধরে কালোবাজারিতে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই টিকিট কালোবাজারির সদস্য। 

আরএনবির অফিসার ইনচার্জ সালামত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁকে জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হবে। 

আজ বুধবার আজকের পত্রিকায় ‘টিকিট কালোবাজারিতে জড়িত রেলকর্মীরা’ শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পরপরই স্টেশনে অভিযান চালাল আরএনবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত