Ajker Patrika

ফেনীতে তালিকা করে হামলা চালানোর অভিযোগ বিএনপির

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ২০: ০৯
ফেনীতে তালিকা করে হামলা চালানোর অভিযোগ বিএনপির

ফেনীতে জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের তালিকা করে হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা। এসব হামলার ঘটনায় পুলিশ কোনো মামলা নিচ্ছে না বলে জানান তাঁরা। 

আজ মঙ্গলবার সদর উপজেলা যুবদলের নেতা শাহাদাত হোসেনের ওপর হামলার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এ অভিযোগ  করেন। 

তিনি বলেন, ফেনী-২ আসনে সদর উপজেলা আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে। 

অপর দিকে সদর উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত হোসেন তাঁর ওপর হামলার ঘটনায় পুলিশ সুপার ও প্রশাসনের কাছে সহায়তা চেয়ে কোনো সহযোগিতা পাননি। 

তিনি অভিযোগ করেন, ফেনীতে পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগের নেতার ভূমিকা পালন করছেন। এ ছাড়া হামলার ঘটনায় থানায় কোনো মামলা নিচ্ছে না পুলিশ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সহসভাপতি হাসানুজ্জমান শাহাদাত, গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আল ইমরান, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক  ফরিদুল ইসলাম রাহাত, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্যসচিব নিজাম উদ্দিন সোহাগ প্রমুখ। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, বিএনপির আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি তাদের মন গড়া কথাবার্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত