Ajker Patrika

শিক্ষার্থীদের কারিগরিমুখী করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, জানালেন সচিব

কুমিল্লা প্রতিনিধি  
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কারিগরি শিক্ষা নিয়ে সেমিনারে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কারিগরি শিক্ষা নিয়ে সেমিনারে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সমানতালে বেকারত্ব বেড়েছে উল্লেখ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বলেছেন, বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের কারিগরিমুখী করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

আজ শুক্রবার সকালে কুমিল্লায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা’ শীর্ষক সেমিনারে সচিব এসব কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবিরুল ইসলাম বলেন, ‘কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনের বিশ্ব কারিগরি ও প্রযুক্তিনির্ভর। কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কাজ করছি। যারা কারিগরি শিক্ষা গ্রহণ করছে, তারা বেকার থাকছে না।’

ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধ গড়ে তুলতে হবে জানিয়ে সচিব বলেন, ‘আমরা কারিগরি অঙ্গনকে এগিয়ে নিতে চাই এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’ পরে তিনি কারিগরি শিক্ষার সফলতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিকাইল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. আনোয়ারুল কবির এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বৃহত্তর কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে কারিগরি শিক্ষায় করণীয় ও সফলতা নিয়ে ভিডিও প্রদর্শনী করা হয়। সেই সঙ্গে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

পাহাড়সম প্রত্যাশার পথে ভুল আর বাধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত