Ajker Patrika

লরির চাপায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ২১: ৩০
Thumbnail image

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পণ্য পরিবহন সংস্থা এমএসএস ক্যারিয়ার সার্ভিসের লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় পাহাড়তলীর সাগরিকা স্টেডিয়াম টোল রোডে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (৫১) ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন (৪১)। 

 লরির চাপায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকাবাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাইভেটকার ও লরির মুখোমুখি সংঘর্ষের পর গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা 

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আজ সন্ধ্যায় সাগরিকা স্টেডিয়াম টোল রোড এলাকায় ১৬ চাকার একটি লরির চাপায় প্রাইভেট কারে থাকা চার ব্যক্তি গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আওয়ামী লীগের নেতা রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেনকে চমেক হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লরি ও প্রাইভেট কারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত