Ajker Patrika

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন 

ইয়াবা মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত যুবকের নাম মো. জহির (৩২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মো. ইউসুফের ছেলে। 
 
মামলার এজাহারের তথ্য মতে, কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় ২০২০ সালের ২৯ অক্টোবর ১৯ হাজার ৭০০টি ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয় জহির। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। 

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ আবু জাফর জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জহির জামিনে গিয়ে পলাতক রয়েছেন। 

এই মামলা প্রমাণ করতে আদালতে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত