Ajker Patrika

লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ১৯
লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। 

আহতরা হলেেন—সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় রামদা ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। কেউ কোনো অভিযোগ অথবা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। 

এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।’ 

অপর ইউপি সদস্য পদপ্রার্থী মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত