লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেেন—সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় রামদা ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। কেউ কোনো অভিযোগ অথবা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।’
অপর ইউপি সদস্য পদপ্রার্থী মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেেন—সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় রামদা ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। কেউ কোনো অভিযোগ অথবা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।’
অপর ইউপি সদস্য পদপ্রার্থী মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
২২ মিনিট আগেচুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
৩৪ মিনিট আগেগোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে