নোয়াখালী প্রতিনিধি
নতুন প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং হাফেজদের সম্মান জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (২৪ মে) রাতে ছয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে মোট ৮০ জন হাফেজ অংশ নেন। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের রায়ে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে শুদ্ধ ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাদের হৃদয়ছোঁয়া কণ্ঠে কোরআনের আয়াত উপস্থিত অতিথি, বিচারক ও সাধারণ দর্শকদের মুগ্ধ করে।
বিচারকার্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ। তাঁরা তাজবিদ, মাখরাজ ও হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী গানের কবি মুহিন খান ও নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
নতুন প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং হাফেজদের সম্মান জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (২৪ মে) রাতে ছয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে মোট ৮০ জন হাফেজ অংশ নেন। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের রায়ে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে শুদ্ধ ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাদের হৃদয়ছোঁয়া কণ্ঠে কোরআনের আয়াত উপস্থিত অতিথি, বিচারক ও সাধারণ দর্শকদের মুগ্ধ করে।
বিচারকার্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ। তাঁরা তাজবিদ, মাখরাজ ও হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী গানের কবি মুহিন খান ও নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
১৯ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
৪০ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে