নোয়াখালী প্রতিনিধি
নতুন প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং হাফেজদের সম্মান জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (২৪ মে) রাতে ছয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে মোট ৮০ জন হাফেজ অংশ নেন। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের রায়ে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে শুদ্ধ ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাদের হৃদয়ছোঁয়া কণ্ঠে কোরআনের আয়াত উপস্থিত অতিথি, বিচারক ও সাধারণ দর্শকদের মুগ্ধ করে।
বিচারকার্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ। তাঁরা তাজবিদ, মাখরাজ ও হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী গানের কবি মুহিন খান ও নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
নতুন প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং হাফেজদের সম্মান জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (২৪ মে) রাতে ছয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে মোট ৮০ জন হাফেজ অংশ নেন। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের রায়ে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে শুদ্ধ ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাদের হৃদয়ছোঁয়া কণ্ঠে কোরআনের আয়াত উপস্থিত অতিথি, বিচারক ও সাধারণ দর্শকদের মুগ্ধ করে।
বিচারকার্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ। তাঁরা তাজবিদ, মাখরাজ ও হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী গানের কবি মুহিন খান ও নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শনিবার (২৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
৪ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানিদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৮ মিনিট আগেযুবশক্তি কখনোই অন্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না। এটি ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হবে না। বরং দেশের মূল চালিকাশক্তি যুবসমাজকে কাজে লাগানোর লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু হয়েছে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে যুবশক্তি। আমরা বিশ্বাস করি, যুবকদের জন্য আমাদের এই উদ্যোগ একটি...
১৮ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারের আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল কুদ্দুসের ছেলের শহীদ কল্লোল স্মৃতি সংঘ নামের এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। এই কার্যালয় শহীদ কল্লোল স্মৃতি সংঘ নামে হলেও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের...
২৫ মিনিট আগে