Ajker Patrika

মিরপুরে চেকপোস্টে ‘সন্দেহজনক গতিবিধি’, অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে অস্ত্র, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা-পুলিশ।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)। তাঁদের কাছ থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ট অ্যান্ড বোল্ট ক্যারিয়ার, দুটি বডি লকিং পিন, একটি ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া একটি ট্রিগার গার্ড ও দুটি সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানা-পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-২ এলাকায় তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ওই দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় আরিফ উদ্দিনের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে অস্ত্র ও সরঞ্জাম এবং হাফিজুল ইসলামের পকেট থেকে দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিরপুর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পলাতক আসামি নাসিরের (৪৫) সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ কেনাবেচার উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত