Ajker Patrika

নাসিরনগরে লকডাউনেও থেমে নেই এনজিওর কিস্তি আদায়

প্রতিনিধি
নাসিরনগরে লকডাউনেও থেমে নেই এনজিওর কিস্তি আদায়

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): চলমান লকডাউনেও থেমে নেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন এনজিও সংস্থা বা আর্থিক ঋণ দাতা প্রতিষ্ঠানগুলোর কিস্তি আদায়ের চাপ। লকডাউনে কর্মহীন মানুষকে কিস্তির টাকা পরিশোধ করতে নানা ভাবে চাপ প্রয়োগ করার অভিযোগ ভুক্তভোগীদের।

লকডাউনের আগে সরকার প্রজ্ঞাপন জারি করে সব ধরনের সরকারী-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু এনজিও সংস্থাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারী নিষেধাজ্ঞা না মেনে মাঠ পর্যায়ে তাদের কিস্তি আদায়ের কাজ অব্যাহত রেখেছে। ফলে ঋণগ্রস্ত সাধারণ মানুষ ঋণের টাকা পরিশোধ করতে পারছে না। চলমান লকডাউনে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যে সমস্ত এনজিও কিংবা আর্থিক প্রতিষ্ঠান ঋণের টাকা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে সচেতন মহল।

সুজন মিয়া  নামের একজন ক্ষুদে ব্যবসায়ী জানান- 'একটি এনজিও থেকে  ঋণ নিছিলাম। দোকান পাট বন্ধ হওয়ায় পরিবার নিয়া চলতে খু্ব অসুবিধা হইতাছে। লকডাউনের জন্য দু-তিন সপ্তাহ ধরে ব্যবসাপাতি বন্ধ। ঠিকমত সংসার চালাইতে পারিনা। কিস্তি দিমু কেমনে? এর মধ্যে এনজিওর স্যাররা কিস্তি শোধ করার জন্য চাপ দিতাছে।'

এদিকে আগামী (২৫এপ্রিল) রবিবার থেকে লকডাউন কিছুটা শিথিল করায় গ্রাহকদের মাঝে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত