নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করা, আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকা, ফানুস না উড়ানোসহ ১৩টি নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন (৩১ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় নগরবাসীকে সিএমপির নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব না করা, উচ্চ স্বরে গাড়ির হর্ন না বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, শালীনতা বজায় রেখে আনন্দ উদ্যাপন, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া ইত্যাদি।
এ ছাড়া যেকোনো তথ্য মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম (০৩১-৬৩৯০২২,০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫,০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।
৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করা, আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকা, ফানুস না উড়ানোসহ ১৩টি নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন (৩১ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় নগরবাসীকে সিএমপির নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব না করা, উচ্চ স্বরে গাড়ির হর্ন না বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, শালীনতা বজায় রেখে আনন্দ উদ্যাপন, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া ইত্যাদি।
এ ছাড়া যেকোনো তথ্য মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম (০৩১-৬৩৯০২২,০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫,০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি প্রথম যে জিনিসটি করতে হবে, সরকারকে তাৎক্ষণিক তদন্ত করতে হবে যারা এটা করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এ নিয়ে স্ট্রং পলিসি থাকতে হবে, যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।’
১৭ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শিয়ালবাড়িতে শাহ আলম নামের রাসায়নিকের গুদাম ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
২৯ মিনিট আগেস্বচ্ছতা ও জন-অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টিসিপাটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান)-এর উদ্যোগে এই অধিবেশনটি সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ
৩৩ মিনিট আগেরাজধানীর কলাবাগানে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে স্বামীর পলায়নের চাঞ্চল্যকর ঘটনায় স্বামী মো. নজরুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা-পুলিশ। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানি
৩৮ মিনিট আগে