নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করা, আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকা, ফানুস না উড়ানোসহ ১৩টি নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন (৩১ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় নগরবাসীকে সিএমপির নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব না করা, উচ্চ স্বরে গাড়ির হর্ন না বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, শালীনতা বজায় রেখে আনন্দ উদ্যাপন, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া ইত্যাদি।
এ ছাড়া যেকোনো তথ্য মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম (০৩১-৬৩৯০২২,০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫,০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।
৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করা, আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকা, ফানুস না উড়ানোসহ ১৩টি নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন (৩১ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় নগরবাসীকে সিএমপির নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব না করা, উচ্চ স্বরে গাড়ির হর্ন না বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, শালীনতা বজায় রেখে আনন্দ উদ্যাপন, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া ইত্যাদি।
এ ছাড়া যেকোনো তথ্য মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম (০৩১-৬৩৯০২২,০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫,০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে