Ajker Patrika

কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১১: ৫৬
কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

কক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত এবং অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ড ভ্যানের চালককে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. আব্দুল কাইয়ুম জানান, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

এদিকে ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন বলে তথ্য দিলেও তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশের এই পরিদর্শক। এ ছাড়া আটক কাভার্ড ভ্যানের চালকের পরিচয়ও জানাতে পারেননি তিনি।

আব্দুল কাইয়ুম বলেন, রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাশের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। পরে আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের এই পরিদর্শক বলেন, ‘ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতা কাভার্ড ভ্যানের চালককে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাঁকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেয়। আহত চালক উখিয়া উপজেলার গয়ালমারা এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিতগাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।’

নুরুল আবছার মানিক নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবং অপর দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয় রাস্তার মাথা সড়কে। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কিছু নারী-পুরুষ গড়াগড়ি খাচ্ছেন। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যায়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত