Ajker Patrika

সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা (দাঁড়ালিয়াপাড়া) এলাকার মাজারবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবুল হোসেনের ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা অন্যরা বেরিয়ে যেতে পারলেও বৃদ্ধ আবুল হোসেন আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর বলেন, ‘আগুন লাগার পর আমরা চিৎকার করে প্রাণভয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই। ভেবেছিলাম, বাবাও বেরিয়ে গেছেন, কিন্তু পরে বাবাকে মৃত অবস্থায় পাই।’

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মতেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আগুনে আসবাবপত্রসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। ঘরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক ব্যক্তি। খবর পেয়ে তাঁরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদে চূড়ান্ত যাদের নাম

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

বেক্সিমকোর ১৪ কারখানার ৩৩২৩৪ কর্মী ছাঁটাই, পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা ঋণ দেবে সরকার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত