Ajker Patrika

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জনগণকে নিয়ে প্রতিহত করব: কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১: ৪০
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জনগণকে নিয়ে প্রতিহত করব: কাদের মির্জা

সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য কোম্পানীগঞ্জের আট ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অহিংস নির্বাচনে আমাদের একজন প্রার্থীও যদি নির্বাচিত না হয়, তা মেনে নেওয়া হবে। যদি কোনো সন্ত্রাসী বাহিনী সহিংসতা করে, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব।’ গতকাল মঙ্গলবার রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে তিনি এসব মন্তব্য করেন। 

এ সময় মেয়র মির্জা কোম্পানীগঞ্জের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নোয়াখালীতে ভালো একটি নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আশাবাদী, আপনার নিজ উপজেলায়ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবেন।’ 

কাদের মির্জা আরও বলেন, ‘নোয়াখালীর ডিসি সাহেব নতুন যোগদান করেছেন। এসপি সাহেব ইতিমধ্যে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। নোয়াখালীর নির্বাচনসমূহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করেছেন। তাই আমরা বিশ্বাস করি ডিসি ও এসপি সাহেবের নেতৃত্বে কোম্পানীগঞ্জে অবাধ, সুষ্ঠু, অহিংস এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

এ সময় কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে মেয়র বলেন, ‘ইউএনও সাহেব বদলি হলেও কোন অদৃশ্য কারণে তিনি কোম্পানীগঞ্জে রয়ে গেলেন, তা আগামী ৭ তারিখের নির্বাচনের পর বুঝতে পারব। এ সময় তিনি কোম্পানীগঞ্জের ওসিকে নিরপেক্ষ থাকতে অনুরোধ করেন।’ 

মেয়র মির্জা বলেন, ‘আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনসংশ্লিষ্ট প্রশাসনকে অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যারা কোম্পানীগঞ্জে আমাকে হত্যা করতে যে অস্ত্র দিয়ে পৌরসভা আক্রমণ করেছে, আমার নেতাকর্মীদের গুলি করেছে, সাংবাদিক মোজাক্কির, সিএনজি অটোচালক আলাউদ্দিনকে হত্যা করেছে, সেই অস্ত্রগুলো বাইরে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’ 

মেয়র আরও বলেন, ‘আমাদের নির্বাচনব্যবস্থার যে বেহাল দশা জিয়াউর রহমান করে গেছেন, তা পরিবর্তন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে জননেত্রী শেখ হাসিনা নির্বাচনব্যবস্থা পরিবর্তনে আন্তরিকভাবে চেষ্টা করছেন। তার প্রমাণ স্থানীয় সরকার নির্বাচন।’ 

এ সময় তিনি শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মনে-প্রাণে বিশ্বাস করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত