Ajker Patrika

ট্রাকচাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ মে ২০২২, ১৫: ৫০
ট্রাকচাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু

ট্রাকচাপায় চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় আবু বকর ছিদ্দিক (৫৮) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন মনসুরাবাদ ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রাব্বানী অপু। দুর্ঘটনায় নিহত আবু বকর ছিদ্দিকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের অলীপুরে। তিনি চট্টগ্রাম বন্দরের ভান্ডার বিভাগে কর্মরত ছিলেন। 

মাহবুব রাব্বানী অপু বলেন, নিহত আবু বকর ছিদ্দিক দুপুর ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঈদগাহ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে গেলে একই দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ডান পাশ থেকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আবু বকর ছিদ্দিকের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত