কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি প্রচারিত সংবাদকে ‘মিথ্যা’ দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় নিয়ে প্রচারিত সংবাদগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল ২০২২ তারিখে ৭১ টেলিভিশনে ‘ব্রিটেনে কালো তালিকাভুক্ত বাংলাদেশের পাঁচ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। সংবাদটিতে ব্রিটেনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে বলে তথ্য দেওয়া হয়। সংবাদটিতে মিথ্যা দাবি করা হয় যে—এই পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে যে,৭১ টেলিভিশনের প্রচারিত সংবাদে The University of Comillah ও Cumillah University নামে যে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, তার কোনোটিই বাংলাদেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla University) নয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ৭১ টেলিভিশনে প্রচারিত সংবাদ এবং বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন যে—Cumilla university নামে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, সেটি বাংলাদেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নয়। কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানান ‘Comilla university’, Cumilla university নয়। এ ছাড়া, তিনি গত ২১ এপ্রিল, ২০২২ তারিখে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) হেড অব কমিউনিকেশন অ্যানি ব্রাউনের সঙ্গে মেইলে যোগাযোগ করেন। কিন্তু আজ পর্যন্ত ইউসিএ সে মেইলের জবাব দেয়নি। আগামী সোমবার কুবি উপাচার্য ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করবেন বলেও জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কুবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বিষয়টি নিয়ে তাদের বক্তব্যে বলেছেন যে, যে দুটি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেই। এ ছাড়া, ইউজিসি তাদের বক্তব্যে আরও বলেছেন যে—ব্রিটেনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করার এখতিয়ার নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসির এ বক্তব্যের সঙ্গে একমত।’
বিজ্ঞপ্তিতে ৩০ এপ্রিল প্রচারিত ৭১ টিভির প্রতিবেদন প্রসঙ্গে বলা হয়, ‘আমরা অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম যে, শনিবার (৩০ এপ্রিল) ৭১ টেলিভিশন ‘‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ, কিন্তু অনুসন্ধানে মিলল ‘কালো তালিকা’র সত্যতা’’ আরও একটি সংবাদ প্রচার করে। এ সংবাদটিতে নতুন কোনো তথ্য নেই, বরং ইতিপূর্বে প্রচারিত সংবাদের তথ্যসমূহ পুনরায় ব্যবহার করে আবারও Cumilla university নামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়টিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla university) হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে।’
কুবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ ছাড়া আজকের (৩০ এপ্রিল) প্রচারিত সংবাদে সোফিয়া ওয়াংয়ের নামে যে ই-মেইলটি দেখানো হয়েছে, সেখানে সোফিয়া ওয়াংয়ের ই-মেইল অ্যাড্রেস ও ফোন নম্বর ঝাপসা করে দেওয়া হয়েছে। এর পেছনে কী সংবাদ যুক্তি বা নৈতিকতা কাজ করেছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। ৭১ টেলিভিশন কর্তৃপক্ষের কী এমন ভয় রয়েছে যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোফিয়া ওয়াংয়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের মিথ্যাচার প্রকাশ হয়ে পড়বে?’
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আজকের (৩০ এপ্রিল) প্রচারিত সংবাদে কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টির অবতারণা করা হয়। এ বিষয়টিও অপ্রাসঙ্গিক এবং উদ্দেশ্যমূলক। বাংলাদেশের আরেকটি জেলা চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong থেকে Chattogram এ পরিবর্তিত হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম University of Chittagong নামে অপরিবর্তিত রয়েছে। আমাদের প্রশ্ন হলো, যেহেতু ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ Cumilla University নামে একটি বিশ্ববিদ্যালয় কালো তালিকাভুক্ত হয়েছে বলে সংবাদ প্রচার করছে এবং সেটিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla University) হিসেবে প্রমাণ করার মিথ্যা ও অনৈতিক চেষ্টা করে যাচ্ছে, তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে তাদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদকে সত্য প্রমাণ করতে হবে? তাঁরা কি এটিই প্রত্যাশা করছে?’
কুবি প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে ৭১ টেলিভিশনের প্রচারিত সংবাদটি কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, ৭১ টেলিভিশন কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বারংবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এরই মধ্যে আইনি পরামর্শকের সঙ্গে যোগাযোগ করেছে এবং শিগগিরই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে বিষয়টি নিয়ে বিভ্রান্ত ও উদ্বিগ্ন না হওয়ার জন্যও অনুরোধ করেছে।
উল্লেখ্য, ৭১ টিভি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছে দাবি করে ২১ এপ্রিল একটি এবং পূর্বে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করে ৩০ এপ্রিল আরেকটি সংবাদ প্রকাশ করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি প্রচারিত সংবাদকে ‘মিথ্যা’ দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় নিয়ে প্রচারিত সংবাদগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল ২০২২ তারিখে ৭১ টেলিভিশনে ‘ব্রিটেনে কালো তালিকাভুক্ত বাংলাদেশের পাঁচ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। সংবাদটিতে ব্রিটেনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে বলে তথ্য দেওয়া হয়। সংবাদটিতে মিথ্যা দাবি করা হয় যে—এই পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে যে,৭১ টেলিভিশনের প্রচারিত সংবাদে The University of Comillah ও Cumillah University নামে যে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, তার কোনোটিই বাংলাদেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla University) নয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ৭১ টেলিভিশনে প্রচারিত সংবাদ এবং বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন যে—Cumilla university নামে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, সেটি বাংলাদেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নয়। কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানান ‘Comilla university’, Cumilla university নয়। এ ছাড়া, তিনি গত ২১ এপ্রিল, ২০২২ তারিখে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) হেড অব কমিউনিকেশন অ্যানি ব্রাউনের সঙ্গে মেইলে যোগাযোগ করেন। কিন্তু আজ পর্যন্ত ইউসিএ সে মেইলের জবাব দেয়নি। আগামী সোমবার কুবি উপাচার্য ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করবেন বলেও জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কুবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বিষয়টি নিয়ে তাদের বক্তব্যে বলেছেন যে, যে দুটি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেই। এ ছাড়া, ইউজিসি তাদের বক্তব্যে আরও বলেছেন যে—ব্রিটেনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করার এখতিয়ার নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসির এ বক্তব্যের সঙ্গে একমত।’
বিজ্ঞপ্তিতে ৩০ এপ্রিল প্রচারিত ৭১ টিভির প্রতিবেদন প্রসঙ্গে বলা হয়, ‘আমরা অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম যে, শনিবার (৩০ এপ্রিল) ৭১ টেলিভিশন ‘‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ, কিন্তু অনুসন্ধানে মিলল ‘কালো তালিকা’র সত্যতা’’ আরও একটি সংবাদ প্রচার করে। এ সংবাদটিতে নতুন কোনো তথ্য নেই, বরং ইতিপূর্বে প্রচারিত সংবাদের তথ্যসমূহ পুনরায় ব্যবহার করে আবারও Cumilla university নামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়টিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla university) হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে।’
কুবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ ছাড়া আজকের (৩০ এপ্রিল) প্রচারিত সংবাদে সোফিয়া ওয়াংয়ের নামে যে ই-মেইলটি দেখানো হয়েছে, সেখানে সোফিয়া ওয়াংয়ের ই-মেইল অ্যাড্রেস ও ফোন নম্বর ঝাপসা করে দেওয়া হয়েছে। এর পেছনে কী সংবাদ যুক্তি বা নৈতিকতা কাজ করেছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। ৭১ টেলিভিশন কর্তৃপক্ষের কী এমন ভয় রয়েছে যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোফিয়া ওয়াংয়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের মিথ্যাচার প্রকাশ হয়ে পড়বে?’
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আজকের (৩০ এপ্রিল) প্রচারিত সংবাদে কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টির অবতারণা করা হয়। এ বিষয়টিও অপ্রাসঙ্গিক এবং উদ্দেশ্যমূলক। বাংলাদেশের আরেকটি জেলা চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong থেকে Chattogram এ পরিবর্তিত হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম University of Chittagong নামে অপরিবর্তিত রয়েছে। আমাদের প্রশ্ন হলো, যেহেতু ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ Cumilla University নামে একটি বিশ্ববিদ্যালয় কালো তালিকাভুক্ত হয়েছে বলে সংবাদ প্রচার করছে এবং সেটিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla University) হিসেবে প্রমাণ করার মিথ্যা ও অনৈতিক চেষ্টা করে যাচ্ছে, তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে তাদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদকে সত্য প্রমাণ করতে হবে? তাঁরা কি এটিই প্রত্যাশা করছে?’
কুবি প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে ৭১ টেলিভিশনের প্রচারিত সংবাদটি কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, ৭১ টেলিভিশন কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বারংবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এরই মধ্যে আইনি পরামর্শকের সঙ্গে যোগাযোগ করেছে এবং শিগগিরই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে বিষয়টি নিয়ে বিভ্রান্ত ও উদ্বিগ্ন না হওয়ার জন্যও অনুরোধ করেছে।
উল্লেখ্য, ৭১ টিভি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছে দাবি করে ২১ এপ্রিল একটি এবং পূর্বে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করে ৩০ এপ্রিল আরেকটি সংবাদ প্রকাশ করে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৩ ঘণ্টা আগে