Ajker Patrika

দশ বছরের সাজা এড়াতে ২৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

অস্ত্র মামলায় দশ বছরের সাজা এড়াতে চট্টগ্রামে ২৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন জসিম উদ্দিন নামে এক আসামি। আজ রোববার তাঁকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় র‍্যাব-৭। 

গ্রেপ্তার ব্যক্তি কোতোয়ালি থানার স্টেশন কলোনির মৃত রুহুল আমিনের ছেলে। 

র‍্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ‘১৯৮৮ সালে নগরীর কোতোয়ালি থানা-পুলিশের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হন জসিম উদ্দিন (৬০। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ১৯৯৪ সালে মামলাটি বিচারাধীন অবস্থায় আসামি জসিম জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যান। ২০ বছর পর ২০১৪ সালে তিনি দেশে ফেরেন। এর মধ্যে আদালত আসামির অনুপস্থিতিতে অস্ত্র মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয়।’ 

নুরুল আবছার আরও বলেন, ‘দেশে আসার পর আসামি জসিম গ্রেপ্তার এড়াতে তাঁর নাম–ঠিকানা পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত