Ajker Patrika

কক্সবাজারে ভোট যুদ্ধে ২২ জন প্রার্থী 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ভোট যুদ্ধে ২২ জন প্রার্থী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চার সংসদীয় আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন প্রার্থী প্রত্যাহারের পর জেলার চারটি আসনে মোট ২২ জন বৈধ প্রার্থী রয়েছেন।’ 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে এই আসনে ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। 

ফলে আসনটিতে ভোটের লড়াইয়ে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ ছয়জন। এ ছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত