Ajker Patrika

ঈদের কেনাকাটা করতে বের হয়ে বাবা-ছেলের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২: ০৪
ঈদের কেনাকাটা করতে বের হয়ে বাবা-ছেলের মৃত্যু, আহত ২

স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলেন আবু সালেহ (৩৮)। তাঁরা চারজনই ছিলেন রিকশায়। চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়েন তাঁরা। সেখানে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে আব্দুল্লাহ আল মোমিনের (১) মৃত্যু হয়। গুরুতর আহত হন আবু সালেহের স্ত্রী কলি (২৫) ও অপর শিশু মুহিত (৪)। 

আজ শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যান তাঁরা।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ওই সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এতে সড়ক উঁচু-নিচু ও ভাঙা রয়েছে। আমার মনে হয়েছে, রিকশার ঝাঁকুনিতে ছিটকে পড়ার পর পাশ দিয়ে যাওয়া কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। 

আমি একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছি। সেখানে দেখা যাচ্ছে, ওই কাভার্ড ভ্যানের পেছনের চাকা রক্তাক্ত। পিষ্ট বাবা-ছেলের শরীরের বিভিন্ন অংশ চাকায় লেগে আছে। 

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত