Ajker Patrika

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ৪০ জন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদা বেগম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নগরীর কোতোয়ালি, পাঁচলাইশ, চকবাজার, বায়েজিদ বোস্তামি, আকবরশাহ, সদরঘাট, হালিশহর, খুলশী, ইপিজেড, ডবলমুরিং, পতেঙ্গা, বন্দর, পাহাড়তলী, চান্দগাঁও, বাকলিয়া, কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইনের দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাগুলো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত