Ajker Patrika

চুয়েট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯: ০০
Thumbnail image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হলও ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থী বিরোধী বলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

এদিকে বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাঁদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ওয়াইফাই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁরা এর প্রতিবাদ জানান এবং সেই সঙ্গে চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে বলেন। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষার্থীরা বলেন, আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করছি। আমরা হল ত্যাগ করব না। 

অন্যদিকে বিকেলে চুয়েটের প্রধান প্রবেশপথসহ চারদিকের সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দিচ্ছেন না। সেই সঙ্গে চুয়েটের ভিসি অফিসেও তালা ঝুলিয়ে দেন। 

চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ । ছবি: আজকের পত্রিকাচুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সকল শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’ 

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানতের দুটি বাসে আগুন দেওয়া হয়। 

শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে জানতে চুয়েট ভিসি অধ্যাপক রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান মিটিং আছে বলে কথা বলতে পারছেন না। 

এর আগে আজ চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত