নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। আজ শনিবার দুপুরে নগরের চান্দগাঁও কার্যালয়ে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ সাংবাদিকদের এসব বলেন।
এর আগে শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২)। বাকি দুজন হলেন হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)।
র্যাব-৭-এর অধিনায়ক এস এম ইউসুফ বলেন, ‘গত ১৭ জুলাই ভুক্তভোগী ছাত্রী রাতে খাওয়াদাওয়া শেষে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলসংলগ্ন পথে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাতনামা পাঁচজন তাঁদের পথরোধ করে জেরা ও মারধর করেন। একপর্যায়ে ওই ছাত্রী ও তাঁর বন্ধুকে জোরপূর্বক বেগম ফজিলাতুননেছা হলের পেছনে ঝোপঝাড়ের দিকে মারধর করতে করতে নিয়ে যান।’
র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা শ্লীলতাহানি করেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় আসামিদের একজন হুমকি দেন যে, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দেবেন। সেখানে ভুক্তভোগীদের প্রায় এক ঘণ্টা আটকে রেখে পরে মোবাইল ফোন ও টাকা-পয়সা রেখে দেন। পরে বুধবার ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।’
র্যাব কর্মকর্তা এস এম ইউসুফ বলেন, ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি ও তৎপর হয়। এর পরিপ্রেক্ষিতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী।
এই সম্পর্কিত আরও পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। আজ শনিবার দুপুরে নগরের চান্দগাঁও কার্যালয়ে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ সাংবাদিকদের এসব বলেন।
এর আগে শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২)। বাকি দুজন হলেন হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)।
র্যাব-৭-এর অধিনায়ক এস এম ইউসুফ বলেন, ‘গত ১৭ জুলাই ভুক্তভোগী ছাত্রী রাতে খাওয়াদাওয়া শেষে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলসংলগ্ন পথে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাতনামা পাঁচজন তাঁদের পথরোধ করে জেরা ও মারধর করেন। একপর্যায়ে ওই ছাত্রী ও তাঁর বন্ধুকে জোরপূর্বক বেগম ফজিলাতুননেছা হলের পেছনে ঝোপঝাড়ের দিকে মারধর করতে করতে নিয়ে যান।’
র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা শ্লীলতাহানি করেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় আসামিদের একজন হুমকি দেন যে, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দেবেন। সেখানে ভুক্তভোগীদের প্রায় এক ঘণ্টা আটকে রেখে পরে মোবাইল ফোন ও টাকা-পয়সা রেখে দেন। পরে বুধবার ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।’
র্যাব কর্মকর্তা এস এম ইউসুফ বলেন, ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি ও তৎপর হয়। এর পরিপ্রেক্ষিতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী।
এই সম্পর্কিত আরও পড়ুন:
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৫ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৫ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৫ ঘণ্টা আগে