Ajker Patrika

শ্লীলতাহানির ভিডিও করে ভাইরাল করার ভয় দেখায় তারা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৮: ৫১
Thumbnail image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। আজ শনিবার দুপুরে নগরের চান্দগাঁও কার্যালয়ে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ সাংবাদিকদের এসব বলেন।

এর আগে শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২)। বাকি দুজন হলেন হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)।

র‍্যাব-৭-এর অধিনায়ক এস এম ইউসুফ বলেন, ‘গত ১৭ জুলাই ভুক্তভোগী ছাত্রী রাতে খাওয়াদাওয়া শেষে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলসংলগ্ন পথে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাতনামা পাঁচজন তাঁদের পথরোধ করে জেরা ও মারধর করেন। একপর্যায়ে ওই ছাত্রী ও তাঁর বন্ধুকে জোরপূর্বক বেগম ফজিলাতুননেছা হলের পেছনে ঝোপঝাড়ের দিকে মারধর করতে করতে নিয়ে যান।’

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা শ্লীলতাহানি করেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় আসামিদের একজন হুমকি দেন যে, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দেবেন। সেখানে ভুক্তভোগীদের প্রায় এক ঘণ্টা আটকে রেখে পরে মোবাইল ফোন ও টাকা-পয়সা রেখে দেন। পরে বুধবার ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।’

র‍্যাব কর্মকর্তা এস এম ইউসুফ বলেন, ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তৎপর হয়। এর পরিপ্রেক্ষিতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত