রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ তম ব্যাচের (শেষ বর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব শেষ হতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তা আর হলো না!
বিষয়টিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ধর্না দেন তারা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম জানান, ‘আজ (মঙ্গলবার) ছিল শেষ বর্ষের শেষ পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘একটি পরীক্ষার জন্য কত দিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।’
প্রসঙ্গত, চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে বন্ধ করা হয়েছে সব একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে আবাসিক হলসমূহ আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ তম ব্যাচের (শেষ বর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব শেষ হতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তা আর হলো না!
বিষয়টিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ধর্না দেন তারা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম জানান, ‘আজ (মঙ্গলবার) ছিল শেষ বর্ষের শেষ পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘একটি পরীক্ষার জন্য কত দিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।’
প্রসঙ্গত, চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে বন্ধ করা হয়েছে সব একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে আবাসিক হলসমূহ আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১৩ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১৪ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩০ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে