রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ তম ব্যাচের (শেষ বর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব শেষ হতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তা আর হলো না!
বিষয়টিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ধর্না দেন তারা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম জানান, ‘আজ (মঙ্গলবার) ছিল শেষ বর্ষের শেষ পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘একটি পরীক্ষার জন্য কত দিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।’
প্রসঙ্গত, চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে বন্ধ করা হয়েছে সব একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে আবাসিক হলসমূহ আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ তম ব্যাচের (শেষ বর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব শেষ হতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তা আর হলো না!
বিষয়টিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ধর্না দেন তারা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম জানান, ‘আজ (মঙ্গলবার) ছিল শেষ বর্ষের শেষ পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘একটি পরীক্ষার জন্য কত দিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।’
প্রসঙ্গত, চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে বন্ধ করা হয়েছে সব একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে আবাসিক হলসমূহ আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
৩১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ব্যতীত বাকি সব কমিটি বিলুপ্ত করলেও বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রামের সমন্বয়দের। তাঁদের অনেকের নামে চাঁদাবাজি, অনৈতিক লেনদেন, মামলা-বাণিজ্য এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার সাত মাস
১ ঘণ্টা আগে