নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে কেউ মারা না গেলেও ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ শতাংশ, যা আগের দিন ছিল ২৪ শতাংশ।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা–সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরের ১০৬ জন, বাকি ৫২ জন বিভিন্ন জেলা ও উপজেলার।
ভারতের ডেলটা ধরনের রোগী চট্টগ্রামে শনাক্তের কথা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ১৩ জন গবেষক।
গবেষকেরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতাল ও গবেষণাগার থেকে গত মে মাসের শেষ সপ্তাহে ৪২ জনের নমুনা সংগ্রহ করেন। নমুনা বিশ্লেষণে দেখা যায়, ৪২ জনের মধ্যে দুজন ভারতে পাওয়া করোনার ‘ডেলটা’ ধরনে আক্রান্ত। তিনজন আক্রান্ত নাইজেরিয়ার ‘ইটা’ ধরনে। চারজন যুক্তরাজ্যের ‘আলফা’ ধরনে আক্রান্ত। বাকি ৩৩ জন দক্ষিণ আফ্রিকার ‘বিটা’ ধরনে আক্রান্ত।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম আজকের পত্রিকাকে জানান, ভারতীয় ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই এখনই সতর্ক হতে হবে।
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, `ভারতীয় ধরনের চেয়ে চট্টগ্রামে আফ্রিকান ধরন বেশি। এটি বেশি ছড়াচ্ছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে চট্টগ্রামে এখনো করোনা রোগীর জন্য পর্যাপ্ত সিট খালি। আইসিইউ বেড ৪০ শতাংশ ও জেনারেল বেড ৬০ শতাংশ খালি।
গত রোববার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ৯ শতাংশ।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।
চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে কেউ মারা না গেলেও ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ শতাংশ, যা আগের দিন ছিল ২৪ শতাংশ।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা–সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরের ১০৬ জন, বাকি ৫২ জন বিভিন্ন জেলা ও উপজেলার।
ভারতের ডেলটা ধরনের রোগী চট্টগ্রামে শনাক্তের কথা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ১৩ জন গবেষক।
গবেষকেরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতাল ও গবেষণাগার থেকে গত মে মাসের শেষ সপ্তাহে ৪২ জনের নমুনা সংগ্রহ করেন। নমুনা বিশ্লেষণে দেখা যায়, ৪২ জনের মধ্যে দুজন ভারতে পাওয়া করোনার ‘ডেলটা’ ধরনে আক্রান্ত। তিনজন আক্রান্ত নাইজেরিয়ার ‘ইটা’ ধরনে। চারজন যুক্তরাজ্যের ‘আলফা’ ধরনে আক্রান্ত। বাকি ৩৩ জন দক্ষিণ আফ্রিকার ‘বিটা’ ধরনে আক্রান্ত।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম আজকের পত্রিকাকে জানান, ভারতীয় ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই এখনই সতর্ক হতে হবে।
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, `ভারতীয় ধরনের চেয়ে চট্টগ্রামে আফ্রিকান ধরন বেশি। এটি বেশি ছড়াচ্ছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে চট্টগ্রামে এখনো করোনা রোগীর জন্য পর্যাপ্ত সিট খালি। আইসিইউ বেড ৪০ শতাংশ ও জেনারেল বেড ৬০ শতাংশ খালি।
গত রোববার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ৯ শতাংশ।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
৩৯ মিনিট আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৫ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৫ ঘণ্টা আগে