Ajker Patrika

কচুয়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গতকাল বুধবার ছোট ভবানীপুর এলাকায় রাস্তার পাশ থেকে ফারুক হোসেন (৪৫) নামে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে কচুয়া থানা-পুলিশ। পরে ময়নাতদন্তে জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়।

নিহত ফারুক হোসেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তিনি শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর-রহমতগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ জানান, সড়কের পাশে তাঁর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘ছোট ভবানীপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর গলার নিচে একটি দাগ দেখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই অটোরিকশাচালকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এরপর ছিনতাইকারীরা রাস্তার পাশে তাঁর লাশ ফেলে রাখে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।’

ফারুকের পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি সম্প্রতি নতুন অটোরিকশা কিনেছেন। এই অটোরিকশা ছিনতাইয়ের জন্য কেউ তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। ফারুক নিয়মিত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মুদাফফরগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার অটোচালক ছিলেন।

তাঁরা আরও জানান, গতকাল সন্ধ্যার পরে বাড়ি থেকে অটোরিকশাটি নিয়ে বের হয়েছিলেন ফারুক। এরপর রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ বৃহস্পতিবার সকালে খবর আসে ভবানীপুর এলাকায় রাস্তার পাশে একটি লাশ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফারুকের মরদেহ শনাক্ত করেন। তাঁদের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের জন্য ফারুককে হত্যা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত