নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে কাভার্ড ভ্যান রাখতে নিষেধ করায় এক পুলিশ কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। আজ সোমবার উপজেলার কেরানীহাট এলাকার হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম মো. আজাদ উদ্দিন (৩৮), তিনি সাতকানিয়া কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত। আর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আবু বক্কর (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি হক টাওয়ারের নিচতলার একটি স্টেশনারি দোকানের কর্মচারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে হক টাওয়ারের সামনে মহাসড়কে কাভার্ড ভ্যান রেখে একটি স্টেশনারি দোকানে পণ্য সরবরাহ করা হচ্ছিল। ব্যস্ততম সড়কে যানজটের সম্ভাবনা থাকায় পুলিশ কনস্টেবল আজাদ সেখানে গিয়ে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়ার জন্য বলেন। তখন আজাদের সঙ্গে কাভার্ড ভ্যানের চালক, সহকারী ও স্টেশনারি দোকানের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, আহত পুলিশ কনস্টেবলের মাথায় জখম হওয়ায় দুটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, দোকান কর্মচারী আবু বক্কর কথা-কাটাকাটির একপর্যায়ে লোহার টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়।
এ সময় তাঁকে মারধরও করা হয়। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আবু বক্করকে আটক করা হয়। আহত কনস্টেবল আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে কাভার্ড ভ্যান রাখতে নিষেধ করায় এক পুলিশ কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। আজ সোমবার উপজেলার কেরানীহাট এলাকার হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম মো. আজাদ উদ্দিন (৩৮), তিনি সাতকানিয়া কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত। আর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আবু বক্কর (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি হক টাওয়ারের নিচতলার একটি স্টেশনারি দোকানের কর্মচারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে হক টাওয়ারের সামনে মহাসড়কে কাভার্ড ভ্যান রেখে একটি স্টেশনারি দোকানে পণ্য সরবরাহ করা হচ্ছিল। ব্যস্ততম সড়কে যানজটের সম্ভাবনা থাকায় পুলিশ কনস্টেবল আজাদ সেখানে গিয়ে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়ার জন্য বলেন। তখন আজাদের সঙ্গে কাভার্ড ভ্যানের চালক, সহকারী ও স্টেশনারি দোকানের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, আহত পুলিশ কনস্টেবলের মাথায় জখম হওয়ায় দুটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, দোকান কর্মচারী আবু বক্কর কথা-কাটাকাটির একপর্যায়ে লোহার টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়।
এ সময় তাঁকে মারধরও করা হয়। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আবু বক্করকে আটক করা হয়। আহত কনস্টেবল আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
‘চাকসু থাকলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবহন ও আবাসন—এসব ইস্যুতে সরাসরি আলোচনার সুযোগ মিলবে। তাই সবাই এই নির্বাচনের অপেক্ষায়।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিলা হক। এটা শুধু তানজিলার কথা নয়। এমন ছাত্র প্রতিনিধি পাওয়ার অপেক্ষায় অনেকেই।
৬ ঘণ্টা আগেদেশের বিভিন্ন এলাকায় বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য রাসায়নিকের দোকান ও গুদাম। মাঝেমধ্যেই এসব স্থানে আগুন লাগে, ঘটে প্রাণহানি। ফায়ার ফাইটাররা সাধারণ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের আগুন নেভাতে গিয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় তাঁদের।
৭ ঘণ্টা আগেরোজকার মতো গতকাল মঙ্গলবারও তাঁরা পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। আগুনে কারখানাতেই নিভে গেল তাঁদের জীবনপ্রদীপ। সন্ধ্যা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বল
৭ ঘণ্টা আগেহাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপু দাশ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু দাশ ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাশের ছেলে।
৭ ঘণ্টা আগে