Ajker Patrika

সীতাকুণ্ডে ৭ মামলার আসামি হান্নান অস্ত্রসহ গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫: ৩৬
সীতাকুণ্ডে ৭ মামলার আসামি হান্নান অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত মামলার আসামি মো. হান্নানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার সোনাইছড়ি  ইউনিয়নের উত্তর ঘোড়ামারা এলাকার রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মো. হান্নান সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকার নুর মিয়ার ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভোররাতে পুলিশের টহল ডিউটির সময় সন্ত্রাসী হান্নান উত্তর ঘোড়ামারা এলাকার রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তায় অস্ত্রসহ অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। বিষয়টির সত্যতা যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে শরীরে তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার সন্ত্রাসী হান্নান অস্ত্র বেচাকেনা, ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক পাচার  ও অস্ত্র বেচাকেনার মামলাসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে। আদালতে চলমান এসব মামলার সে পরোয়ানাভুক্ত আসামি। তাকে অস্ত্র মামলায়  গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত