Ajker Patrika

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পটিয়ার সাংবাদিকদের সাক্ষাৎ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পটিয়ার সাংবাদিকদের সাক্ষাৎ

পটিয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পটিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন পটিয়ার ইতিহাস ঐতিহ্য স্মরণ করে দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাধীন সাংবাদিকতায় তিনি বিশ্বাসী। তাঁর যদি কোনো অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তা যেন সাংবাদিকেরা নির্দ্বিধায় তুলে ধরেন। সেই সঙ্গে ভালো কাজগুলোও তুলে ধরার আহ্বান জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ ইউএনও কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি এটিএম তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরী সদস্য এসএম জাহাঙ্গীর, কার্যকরী সদস্য নূর হোসেন, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিঞ্জু এবং প্রেসক্লাবের সদস্য রহমান। 

এ ছাড়া সাংবাদিক কাউছার আলম, মহিউদ্দিন, ওবায়দুল হক পিবলু এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত